মুন্তাখাব হাদীস


মুন্তাখাব হাদীস

Picture
হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলভী রহ. কর্তৃক সংকলিত একটি কিতাব। এতে বিভিন্ন আমালের ফজীলত সংক্রান্ত হাদীস একত্রিত করা হয়েছে। দাওয়াত ও তাবলীগের সাথীরা বিভিন্ন আমলের ফজীলত জানার উদ্দেশ্যে এই কিতাবের তালিম করে থাকেন।

তাবলীগ জামাতের তালিমের জন্য যেসকল হাদীসের কিতাবাদি পড়া বা শোনা হয়ে থাকে তারমধ্যে “মুন্তাখান হাদীস” অন্যতম । কিতাবটি আমলে উৎসাহিত হওয়ার জন্য ব্যক্তিগতভাবেও যোগ্য। পারিবারিকভাবেও এর তালিম হতে পারে।

No comments:

Post a Comment